চাঁদপুরে অটোরিক্সা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

মোরশেদ আলম :
চাঁদপুরের মতলব উত্তরে ব্যাটারিচালিত অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে ২জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত একজনের নাম মোহাম্মদ হোসেন (২২) ও আরেকজনের নাম সালাউদ্দিন (২১)। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ভাটি রসুলপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি সাহেব বাজার থেকে টরকী গ্রামের দিকে যাচ্ছিল। মতলব-ঢাকা সড়কের ভাটি রসুলপুর নামক স্থানে গেলে একটি কুকুর সামনে পড়ে। কুকুর থেকে বাঁচতে চেষ্টা করার সময় অপরদিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিক্সার সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় ২ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

নিহত মোহাম্মদ হোসেন দক্ষিণ টরকী গ্রামের রুস্তম আলীর ছেলে। নিহত সালাউদ্দিন একই গ্রামের মহসিন মিয়ার ছেলে।
তাদের দুইজনের নিহত হওয়ার পর খবর পেয়ে তাদের বাড়িতে শোকের মাতম শুরু হয়েছে।

 

শেয়ার করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)