নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার থানা সংলগ্ন আজমিরি আবাসিক হোটেল থেকে হিমেল আহমেদ শুভ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। রোববার বেলা ১২টা পর্যন্ত হোটেলের এই কক্ষটি না খুললে হোটেল বয় থানা পুলিশকে অবহিত করে।
থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই যুবকের লাশ উদ্ধার করে। যুবকের বাড়ি মতলব উত্তর উপজেলার নাউরি। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করে পোস্ট মটের্মের জন্য লাশ চাঁদপুর প্রেরণ করে। এ ব্যাপারে মতলব দক্ষিণ থানায় মামলার প্রস্তুতি চলছে।