শাওন পাটওয়ারী :
চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার দক্ষিণ দাসদী গ্রামে আম খাওয়ানোর লোভ দেখিয়ে আম বাগানে নিয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করেছে চার বখাটে কিশোর। ঘটনায় জড়িত চার বখাটে কিশোরকে আটক করেছে চাঁদপুর মডেল থানার পুলিশ।
এ ঘটনায় তৃতীয় শ্রেণির ছাত্রীর পিতা চাঁদপুর মডেল থানায় একটি গণধর্ষণের মামলা দায়ের করেন। মামলা নং ৫৭। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর পৌরসভার বাবুরহাটের দক্ষিণ দাসাদীর মজুমদার বাড়ির আম বাগানে।
আটক আসামীরা হলেন : মোঃ আরাফাত হোসেন (১২), রিয়াজ হোসেন (১২), শাহাজালাল দেওয়ান (১৩), মোঃ শাহপরান (১২)।
মামলার বিবরণে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা ৭টায় আম খাওয়ানোর লোভ দেখিয়ে বাবুরহাট মডেল টাউন নুরে হেরা মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী (১০) কে চাঁদপুর শহরের বাবুরহাট সংলগ্ন দক্ষিণ দাসদী মজুমদার বাড়ির আম বাগানে নিয়ে যায় আসামীরা। বাগানে নেয়ার পর আসামীরা জোরপূর্বক কিশোরীর মুখে গামছা বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে কিশোরী মুখের গামছা খুলে ডাক চিৎকার দিলে আসামীরা দৌঁড়ে পালিয়ে যায়। পরে কিশোরীকে রক্তাক্ত অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে এলাকাবাসী।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক মীর জানান, মামলার ভিকটিম ও আসামী উভয় অপ্রাপ্ত বয়স্ক। এ ঘটনায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ৪ আসামীকে আটক করা হয়েছে। জবানবন্দি নিয়ে আদালত কিশোরীকে তার পিতা-মাতার জিম্মায় দিয়েছে।