চাঁদপুরে আরো ৪৬জনের করোনা শনাক্ত

রহিম বাদশা :
সোমবার চাঁদপুরে আরো ৪৬জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২জন উপসর্গে মৃত। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরের ৩০জন, মতলব উত্তরের ৬জন (মৃত আহসান উল্লাহ’সহ), মতলব দক্ষিণের ৪জন, হাজীগঞ্জের ২জন, ফরিদগঞ্জের ২জন, শাহরাস্তির ১জন, কচুয়ার ১জন (মৃত রুহুল আমিন) রয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরের ২জন পুলিশ ও শাহরাস্তির ইউপি চেয়ারম্যান রয়েছেন।

এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬১০জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৪৭জন। সোমবার ঢাকা থেকে মোট ৩৩৫জনের নমুনা টেস্টের রিপোর্ট আসে। এর মধ্যে ৪৬জন পজেটিভ। বাকীদের রিপোর্ট করোনা নেগেটিভ কিংবা পূর্বে আক্রান্তদের পজেটিভ রিপোর্ট।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৬১০জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৪৮জন, মতলব দক্ষিণে ৭৪জন, হাজীগঞ্জে ৬৬জন, শাহরাস্তিতে ৬৪জন, ফরিদগঞ্জে ৬৩জন, হাইমচরে ৩৩জন, মতলব উত্তরে ৩৩জন ও কচুয়ায় ২৯জন।

জেলায় মোট ৪৭জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : হাজীগঞ্জে ১৪জন, চাঁদপুর সদরে ১২জন, ফরিদগঞ্জে ৬জন, কচুয়ায় ৫জন, মতলব উত্তরে ৫জন, শাহরাস্তিতে ৩জন ও মতলব দক্ষিণে ২জন।

চাঁদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন সোমবার চাঁদপুর প্রবাহকে জানান, নতুন শনাক্তকৃতদের মধ্যে শহরের তালতলা এলাকার ৪জন, স্টেডিয়াম রোডের ২জন, মিশন রোডের ৩জন, ওয়্যারলেছের ২জন, ষোলঘর এলাকার ১জন, ডিবি পুলিশ ২জন, গুয়াখোলার ১জন, কোড়ালিয়ার ১জন, রেলওয়ে কলোনীর ১জন, আদালতপাড়ার ১জন, গুণরাজদীর ১জন, জোড়পুকুরপাড়ের ১জন, এসপি অফিসের ১জন, পল্লী বিদ্যুৎ অফিসের ১জন, রঘুনাথপুরের ২জন, বাগাদীর সাহেব বাজারের ১জন, মহামায়ার ১জন, আশিকাটির পাইকাস্তার ১জন, মৈশাদীর ১জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, চাঁদপুর থেকে প্রেরণকৃত নমুনার সংখ্যা ৩৭৭১টি। রিপোর্ট এসেছে ৩১৮৮টি। রিপোর্ট অপেক্ষমান ৫৮৩টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ৬১০জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৬৩জন। চিকিৎসাধীন আছেন ৪০৫জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ২৮২জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৪৫জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৩৭জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৫৭১৭জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৯২৩জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৭৯৪জন।

উল্লেখ্য, সোমবার সকালে সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছিল, এ দিন ৫০জনের করোনা শনাক্ত হয়েছে এবং এর মধ্যে ১জন মৃত। পরে বিকেলে জানানো হয়, নতুন শনাক্তকৃত রোগী ৪৬জন আর মৃত বেড়েছে ২জন। বাকী ৪টি পজেটিভ রোগী পূর্বে আক্রান্ত রোগীর রিপোর্ট।

শেয়ার করুন

মন্তব্য করুন