চাঁদপুরে আরো ১১৯জনের করোনা পজেটিভ : শনাক্তের হার ৪৬.৪৯%

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে বৃহস্পতিবার ১১৯জনের করোনা শনাক্ত হয়েছে। ভাষাবিদ এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনার মধ্যে ৬৭টি করোনা পজেটিভ এবং রেপিড অ্যান্টিজেন টেস্টে ১০৯টি নমুনার মধ্যে ৫২টি করোনা পজেটিভ হয়েছে। মোট নমুনার সংখ্যা ছিল ২৯৭টি। শনাক্তের হার ৪০.০৭%।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩৩জন, মতলব উত্তরের ১জন, মতলব দক্ষিণের ১৯জন, হাজীগঞ্জের ১১জন, ফরিদগঞ্জের ২১জন, হাইমচরের ২জন, শাহরাস্তির ৩১জন ও কচুয়ার ১জন রয়েছেন।

একই দিনে ৭১জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ২৭জন, মতলব দক্ষিণের ১৮জন, ফরিদগঞ্জের ৭জন, হাজীগঞ্জের ৭জন, শাহরাস্তির ৮জন ও কচুয়ার ৪জন।

সূত্র আরো জানায়, নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৮১৩জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১৩৮জন। এখন পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৫৩৪২জনকে। বর্তমানে চিকিৎসাধীন ১৩৩৩জন। আক্রান্তদের মধ্যে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ৩৮জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)