চাঁদপুরে ইয়াবার বড় চালানসহ মাদকব্যবসায়ী ফয়সাল আটক

 

চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ ২ হাজার ১০ পিস ইয়াবাসহ ১জন মাদকব্যবসায়ীকে আটক করেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি’র ইনচার্জ টানটু সাহার নেতৃত্বে এসআই মোঃ মোতাহের হোসেন শাহীন, এএসআই নেছার আহমেদ, এএসআই এনায়েত হোসেন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চাঁদপুর সদর উপজেলাধীন সাপদী গ্রাম হতে মাদক ব্যবসায়ী ফয়সাল শেখ (৩২) কে আট করে। সে চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকার ক্লাব রোডের বাসিন্দা রফিক শেখের ছেলে। সে মোঃ আলী আক্কাস মোল্লার ভাড়াটিয়া হিসেবে থাকতো। তার বসবাসের সেমিপাকা বসতঘর হতে মোট ২ হাজার ১০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে ডিবি সূত্রে জানানো হয়।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)