চাঁদপুরে একদিনে অর্ধশত করোনা রোগী সুস্থ : নতুন আক্রান্ত ১২জন

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে বৃহস্পতিবার আরো ১২জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৪জন, মতলব উত্তরের ২জন ও মতলব দক্ষিণের ৬জন রয়েছেন।

একই দিনে ৫০জনকে করোনামুক্ত তথা সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৮জন, ফরিদগঞ্জের ১জন, কচুয়ার ২জন, মতলব দক্ষিণের ২জন, হাজীগঞ্জের ২জন, শাহরাস্তির ৪জন ও হাইমচরের ৩১জন সুস্থ হয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯৬৪জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৫জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব ও আইসিডিডিআরবি থেকে মোট ১০৫টি রিপোর্ট আসে। এর মধ্যে ১২টি রিপোর্ট করোনা করোনা পজেটিভ। বাকী ৯৩টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৯৬৪জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৭৭৮জন, ফরিদগঞ্জে ২২২জন, মতলব দক্ষিণে ২১০জন, শাহরাস্তিতে ১৯৮জন, হাজীগঞ্জে ১৮৭জন, মতলব উত্তরে ১৬১জন, হাইমচরে ১২৯জন ও কচুয়ায় ৭৯জন।

জেলায় মোট ৭৫জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১০জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, বৃহস্পতিবার পর্যন্ত সংগৃহীত মোট নমুনার সংখ্যা ৭৬৯৫টি। রিপোর্ট এসেছে ৭৫৭৮টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ১৯৬৪জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৪৬৪জন। চিকিৎসাধীন আছেন ৪২৫জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৭২৫জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬৮৬জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৩৯জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১১০৯৭জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯১৩১জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৯৬৬জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)