চাঁদপুরে একদিনে ৪১জনের করোনা শনাক্ত : সদরেই ২৭

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে বৃহস্পতিবার একদিনে ৪১জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২৭জন, মতলব উত্তরের ৫জন, হাজীগঞ্জের ৪জন, ফরিদগঞ্জের ৩জন, হাইমচরের ১জন ও শাহরাস্তির ১জন রয়েছে। চাঁদপুরে গত কয়েক মাসের মধ্যে এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের ঘটনা। একই সাথে করোনার দ্বিতীয় ঢেউয়ে এখন পর্যন্ত এটি সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। একই দিনে চাঁদপুর সদরের ৩জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩২১০জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৯৩জন। সুস্থ হয়েছেন ২৮৩১জন। বর্তমানে চিকিৎসাধীন ২৮৬জন। এর মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ২০জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, বৃহস্পতিবার দিনভর সারা জেলায় ১৮০জনের নমুনা সংগ্রহ করা হয়। রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৪১জন করোনায় আক্রান্ত, বাকী ১৩৯জনের রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৩১৬৯জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৪৪৩জন, ফরিদগঞ্জে ৩৪৬জন, মতলব দক্ষিণে ৩২৫জন, শাহরাস্তিতে ২৭৯জন, হাজীগঞ্জে ২৮২জন, মতলব উত্তরে ২৩৯জন, হাইমচরে ১৮৩জন ও কচুয়ায় ১১৩জন।

করোনায় জেলায় মোট ৯৩জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৩২জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১৪জন, মতলব উত্তরের ১১জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৫জন ও হাইমচরে ১জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)