নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে মঙ্গলবার (২২ জুন) একদিনেই জেলায় ২১জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১০জন, হাজীগঞ্জের ৫জন, ফরিদগঞ্জের ৩জন, হাইমচরের ২জন ও মতলব উত্তরের ১জন রয়েছেন। শনাক্তের হার ২৭.৩৩%। একই দিনে ১১জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৪জন, মতলব দক্ষিণের ২জন, ফরিদগঞ্জের ৪জন ও হাজীগঞ্জের ১জন।
সূত্র আরো জানায়, নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫১৬৭জন। মৃত বেড়ে হয়েছে ১২৫জন। সুস্থ হয়েছেন ৪৬৮২জন। বর্তমানে চিকিৎসাধীন ৩৬০জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ১৪জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, মঙ্গলবার জেলার ৯৫জনের নমুনা পরীক্ষা করা হয়। রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ২১জনের করোনা পজেটিভ।
এদিকে করোনায় আক্রান্ত আরো ১জনের মৃত্যু হয়েছে চাঁদপুরে। তার নাম সাবিনা বেগম (৫০)। চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার এই নারীর গত ৭ জুন করোনা শনাক্ত হয়। তিনি ক্যান্সারেও আক্রান্ত ছিলেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২১ জুন) তিনি মারা যান।