নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধী আরো ২জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ২টা ও শনিবার বিকেল ৪টা ৫০ মিনিটে মাত্র ২১ ঘন্টার ব্যবধানে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ১৩২জন।
সদর হাসপাতাল সূত্রে জানা জানায়, রোববার দুপুর ২টার দিকে সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধী অবস্থায় অহিদা বেগম (৫৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি গত ৭ জুলাই বেলা ১২টার দিকে সদর হাসপাতালে আসেন। তিনি করোনা পজেটিভ ছিলেন। তার বাড়ি চাঁদপুর সদর উপজেলার আলগী পাঁচগাঁও এলাকার ছোট সুন্দর গ্রামে।
এর আগে শনিবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে একই ওয়ার্ডে চিকিৎসাধী টিটু খান (৪৫) মারা যান। তিনি ওইদিন বেলা ১২টার দিকে সদর হাপসাতালে ভর্তি হন। রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজেটিভ আসে। তিনি চাঁদপুর সদর উপজেলার শাহতলী এলাকার হামানকর্দি এলাকার বাসিন্দা।