নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরো ৭জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ২০৯টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৩.৩৪%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, রোববার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে। একই দিনে করোনায় আক্রান্ত আরো ২জনের মৃত্যু হয়েছে। এরা হলেন চাঁদপুর সদরের বাগাদীর হোসেন খান (১৩) ও বালিয়ার রুহুল আমিন (৮৬)।
সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১জন, ফরিদগঞ্জের ১জন, কচুয়ার ৩জন, মতলব উত্তরের ১জন ও হাজীগঞ্জের ১জন রয়েছেন। তবে এ দিন নতুন করে কাউকে সুস্থ ঘোষণা করা হয়নি।
নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৯০৭জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩৭জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৪৬৩৬জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৪জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।