নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরো ১জনের মৃত্যু হয়েছে। তার নাম দেলোয়ারা বেগম (৭০)। ফরিদগঞ্জ উপজেলার কাছিয়ারা এলাকার বাসিন্দা তিনি। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ১২৮জন।
সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, দেলোয়ারা বেগম করোনার উপসর্গ নিয়ে সোমবার সকাল ১১টার দিকে সদর হাসপাতালে আসেন। অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসোলেশনে ভর্তি করা হয়। মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৬টার দিকে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।