নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর মতলব উত্তর উপজেলায় আবারও করোনায় একজনের মৃত্যু হয়েছে। উপজেলার গজরা ইউনিয়নের মহিশহাটি গ্রামের আবদুর রশিদ দেওয়ান (৪৭) কয়েক দিন ধরে করোনাভাইরাসের উপসর্গে ভুগছিল।
শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে চাঁদপুর সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। নমুনা পরীক্ষার পর তার করোনা পজেটিভ ধরা পরে। বিকেল ৩টার দিকে সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন মৃত্যর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইতোমধ্যেই করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর এই সময়টাতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। এ নিয়ে চাঁদপুর জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ১৩০জন।