নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তির কয়েক ঘন্টার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তার নাম রোকেয়া বেগম (৫৫)। বাড়ি ফরিদগঞ্জ উপজেলার আলোনিয়া গ্রামে। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ১২৬জন।
সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল শনিবার রাতে চাঁদপুর প্রবাহকে জানান, রোকেয়া বেগম শনিবার (শুক্রবার দিবাগত) রাত দেড়টার দিকে করোনার উপসর্গ নিয়ে সদর হাসপাতালে আসেন। করোনা আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টার দিকে তিনি মারা যান। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়। রাতে রিপোর্ট আসে করোনা পজেটিভ।