নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরো ২জনের মৃত্যু হয়েছে। তারা দু’জনই করোনায় আক্রান্ত ছিলেন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ১৪৬জন।
সদর হাসপাতাল সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার সাহেব বাজার এলাকার মমিনপুর গ্রামের খুরশিদা বেগম (৬০) গত ১৭ জুলাই সকাল ৮টার দিকে চাঁদপুর সদর হাসপাতালের করোনা আইসোলেন ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
অন্যদিকে হাজীগঞ্জ উপজেলার হাটিলা এলাকার সাজেদা বেগম (৫৫) গত ১৭ জুলাই বিকেল ৪টার দিকে সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। রোববার রাত ৯টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।