চাঁদপুরে করোনা টেস্টের ৫ হাজার রেপিড অ্যান্টিজেন কিট এসেছে : বৃহস্পতিবার টেস্ট শুরু

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলায় করোনা টেস্টের জন্য আরো ৫ হাজার রেপিড অ্যান্টিজেন কিট বরাদ্দ হয়েছে। বরাদ্দ পাওয়া কিট আনতে বুধবার সিভিল সার্জনের প্রতিনিধি ঢাকা গেছেন। চাঁদপুর আসার পর বৃহস্পতিবার থেকে এসব কিট ব্যবহার শুরু হবে। এর ফলে উপজেলা পর্যায়ে আবারো করোনার রেপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হচ্ছে। এই পদ্ধতিতে খুব দ্রুত করোনা টেস্টের ফলাফল জানা যায়।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ বুধবার বিকেলে চাঁদপুর প্রবাহকে জানান, নতুন করে বরাদ্দ পাওয়া ৫ হাজার কিট আনতে আমাদের লোক ঢাকা গেছে। আশা করি আজ’ই চলে আসবে। চাঁদপুর সদর বাদে অন্য ৭টি উপজেলায় ৫শ’ করে কিট পাঠানো হবে। বাকীয় বাকী দেড় হাজার কিট দেওয়া হবে চাঁদপুর সদর হাসপাতালে।

তিনি আরো জানান, এর আগে চাঁদপুরে ১১ হাজার ১১টি কিট এসেছিল। নতুন করে এলো ৫ হাজার কিট এলো। ফলে উপজেলা পর্যায়ে বন্ধ হওয়া রেপিড অ্যান্টিজেন টেস্ট আবার চালু হলো। এতে করোনা শনাক্তের হার বাড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)