চাঁদপুরে করোনা ১জনের মৃত্যু : শনাক্ত ৩জন

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরো ৩জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ১১৭টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ২.৫৬%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বৃহস্পতিবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে।

সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২জন ও মতলব দক্ষিণের ১জন রয়েছেন। তবে এ দিন কাউকে সুস্থ ঘোষণা করা হয়নি।

এদিকে জেলায় করোনায় আরো ১জনের মৃত্যু হয়েছে। মৃতের নাম রোকেয়া বেগম (৫৫)। তার বাড়ি চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকার লোধেরগাঁও গ্রামে। ১৩ অক্টোবর রাতে সাড়ে ১২টায় তিনি সদর হাসপাতালে ভর্তি হন। ১৪ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তিনি মারা যান। মৃত্যুর পর তার নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজেটিভ এসেছে।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৯৬১জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩৮জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৪৬৪২জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮১জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৪জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)