নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের হাইমচরে কাবার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে রাকিব (৭) নামে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কালাচকিদার মোড়ে এই সড়ক দুর্ঘটনা ঘটে। রাকিব উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের রুবেল পাটওয়ারীর ছেলে। সে ২৮ নম্বর চরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। একমাত্র ছেলেকে হারিয়ে মা লাকি বেগম বার বার মুর্চা যান। স্থানীয় জনতা বাংলাদেশ ট্রান্সপোর্ট এজেন্সি নামের কাভার্ডভ্যান ও চালক ওমর ফারুককে (৪৫) আটক করে থানা পুলিশে সোপর্দ করেন।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। চালকে আটক এবং কাভার্ড ভ্যান জব্দ করা হয়। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।