শরীফুল ইসলাম :
চাঁদপুর শহরের ইচলী এলাকার একটি খেলার মাঠে পাওয়া গেল প্যাকেটে লুকানো ৫০৮ পিস ইয়াবা ট্যাবলেট। বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার ও টহল সদস্যরা অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করে। তবে অভিযানের টের পেয়ে মাদককারবারি পালিয়ে যায়। বুধবার দুপুরে বিষয়টি কোস্টগার্ড চাঁদপুর স্টেশন মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন মাষ্টার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে শহরের ইচলি খেয়াঘাট, পাওয়ার প্লান্টসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকায় একটি খেলার মাঠে অভিনব কায়দায় লুকানো একটি প্যাকেট থেকে ৫০৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, পাচারের উদ্দেশ্যে ইয়াবা লুকিয়ে রাখা হয়েছিল। দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম এর উপস্থিতিতে জব্দ হওয়া ইয়াবা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।