কবির হোসেন মিজি :
সারাদেশের সাথে একযোগে চাঁদপুর জেলার সকল ইউনিয়নে ও ২টি পৌরসভার ওয়ার্ড পর্যায়ে করোনার পরীক্ষামূলক গণটিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। বৈরি আবহাওয়ার মধ্যেও চাঁদপুরে গণটিকা দান কেন্দ্রেগুলোতে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। এ সময় ২৫ বছরের ঊর্ধ্বে ভোটার আইডি কার্ড শনাক্তের মাধ্যমে টিকা প্রদান করতে দেখা গেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার একদিনে চাঁদপুর জেলায় ক্যাম্পেইনে করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল ৬১ হাজার ২০০জনকে। টিকা দেওয়া হয়েছে মোট ৫৭ হাজার ৫৭৪জনকে। এর মধ্যে পুরুষ ৩০ হাজার ৫৫২জন ও মহিলা ২৭ হাজার ২২জন। লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে শতকরা ৯৪.০৭ ভাগ। স্বাস্থ্যকর্মীরা জেলার ৮ উপজেলার ৯২টি ইউনিয়নের ৯২টি কেন্দ্রে এবং চাঁদপুর ও হাজীগঞ্জ পৌরসভার ২৮টি ওয়ার্ডের ২৮টি স্বাস্থ্য কেন্দ্রে টিকা দেন।
সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ বলেন, সারা জেলায় জনগণের অংশগ্রহণে গণটিকা প্রদান কার্যক্রম চলেছে। কোথাও কোনো সমস্যা হয়নি। আজকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীতে আরো ব্যাপক হারে টিকা দেওয়া সহজতর হবে।