নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের কচুয়া উপজেলার আলীয়ারা গ্রামে মঙ্গলবার সকালে নির্মানাধীন ভবনের ছাদের বাঁশ থেকে পড়ে শাহজাহান (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত শাহজাহান একই উপজেলার মালচোয়া গ্রামের আব্দুল মুনাফের ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আলীয়ারা গ্রামের অধিবাসী নন্দনপুর বাজারের ব্যবসায়ী ডা. আবু ইউসুফ এর বাড়ির দ্বিতল ভবনের কাজ করতে গিয়ে শ্রমিক শাহজাহান বাশঁ থেকে অসাবধানবশত ছিটকে নিচে পড়ে গাছের সাথে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথিমধ্যে সেঙ্গুয়া এলাকায় তিনি মারা যান।
খবর পেয়ে কচুয়া থানার এসআই শহীদুল হাসান ঘটনাস্থলে গেলে নিহতের পরিবার কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের দাবি করেন। বাদ আসর জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে নিহত পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।
কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল জানান, নিহতের পরিবারের অভিযোগ না থাকায়, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।