বিশেষ প্রতিবেদক :
আগামীকাল ৭ জানুয়ারি (রোববার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চাঁদপুরের ৫টি সংসদীয় আসনে এবার প্রার্থী হয়েছেন ৩০জন। প্রার্থীদের প্রচার-প্রচারনার সর্বশেষ সময় গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত থাকলেও বৃহস্পতিবার রাতেই প্রচারণা শেষ হয়ে যায়।
চাঁদপুরের ৫টি আসনে এবার এমপি প্রার্থী ৩০জন। চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ শুক্রবার রাতে চাঁদপুর প্রবাহকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রতীক বরাদ্দের দিনে ২৯জনকে প্রার্থীকে প্রতীক দেওয়া হলেও আদালতের আদেশে পরবর্তীতে চাঁদপুর-৫ আসনে জাসদ মনোনীত প্রার্থী মো. মনির হোসেন মজুমদারকে মশাল প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
তিনি আরো জানান, নির্বাচনের সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। নির্বাচনী মালামাল নিয়ে প্রিসাইডিং অফিসারসহ ভোটগ্রহণ কাজে নিয়োজিতরা আজ শনিবার দুপুরের পর থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে যাবেন। তাছাড়া পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন আজ থেকে কেন্দ্র ও বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করবেন। এবারের নির্বাচনে সেনবাাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুরের ৫টি আসনে সর্বমোট প্রার্থী ৩০জন। এর মধ্যে চাঁদপুর-১ (কচুয়া) আসনে ৩জন, চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে ৫জন, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে ৭জন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ৮জন ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ৭জন প্রার্থী রয়েছেন।
চাঁদপুর-১ (কচুয়া) আসনের প্রার্থীরা হলেন : আওয়ামী লীগ মনোনীত ড. সেলিম মাহমুদ (নৌকা), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত মোঃ সেলিম প্রধান (চেয়ার), জাসদ মনোনীত সাইফুল ইসলাম (মশাল)।
চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের প্রার্থীরা হলেন : আওয়ামী লীগ মনোনীত মোফাজ্জল হোসেন (মায়া) চৌধুরী (নৌকা), জাতীয় পার্টি মনোনীত মোঃ এমরান হোসেন মিয়া (লাঙ্গল), সুপ্রিম পার্টি মনোনীত মোঃ মনির হোসেন (একতারা), স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান (ঈগল), জাসদ মনোনীত মোঃ হাছান আলী সিকদার (মশাল)।
চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের প্রার্থীরা হলেন : আওয়ামী লীগ মনোনীত ডা. দীপু মনি (নৌকা), জাতীয় পার্টি মনোনীত মোঃ মহসীন খান (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া (ঈগল), স্বতন্ত্র প্রার্থী মোঃ রেদওয়ান খাঁন (ট্রাক), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত আবু জাফর মোঃ মাঈনুদ্দিন (মোমবাতি), বাংলাদেশ তরিকত ফেডারেশন মনোনীত মোঃ মিজানুর রহমান (ফুলের মালা), জাকের পার্টি মনোনীত মোঃ কাওছার মোল্লা (গোলাপ ফুল)।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের প্রার্থীরা হলেন : আওয়ামী লীগ মনোনীত মুহম্মদ শফিকুর রহমান (নৌকা), জাতীয় পার্টি মনোনীত সাজ্জাদ রশিদ (লাঙ্গল), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত ড. মোঃ শাহজাহান (নোঙ্গর), স্বতন্ত্র প্রার্থী ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া (ঈগল), স্বতন্ত্র প্রার্থী জালাল আহমেদ (ট্রাক), ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত আব্দুল গনি (আম), বাংলাদেশ তরিকত ফেডারেশন মনোনীত বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী (ফুলের মালা), তৃণমূল বিএনপি মনোনীত মোঃ আব্দুল কাদির তালুকদার (সোনালী আঁশ)।
চাঁদপুর-৫ আসন (শাহারাস্তি ও হাজীগঞ্জ) আসনের প্রার্থীরা হলেন : আওয়ামী লীগ মনোনীত মেজর (অব.) রফিকুল ইসলাম (নৌকা), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী (চেয়ার), স্বতন্ত্র প্রার্থী গাজী মাঈনুদ্দিন (ঈগল), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সফিকুল আলম (ট্রাক), বাংলাদেশ তরিকত ফেডারেশন মনোনীত বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী (ফুলের মালা), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট মনোনীত আক্তার হোসেন (ছড়ি), মো. মনির হোসেন মজুমদার (মশাল)।
বিভিন্ন স্তরের ভোটারদের সাথে আলাপ করে জানা গেছে, জেলার ৫টি আসনেই এবার নৌকার প্রার্থীরা সর্বশেষ জনমত জরিপে এগিয়ে আছেন। চাঁদপুর-১ আসনে সহজ জয়ের পথে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. সেলিম মাহমুদ (নৌকা)। তার সাথে শক্তিশালী তেমন প্রতিদ্বন্দ্বি নেই।
চাঁদপুর-২ আসনে জনপ্রিয়তা ও ভোটের হিসেবে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও এমপি মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম (নৌকা)। তার সম্ভাব্য নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান (ঈগল)।
চাঁদপুর-৩ আসনে জনপ্রিয়তা ও ভোটের হিসেবে এগিয়ে আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। এখানে তার সম্ভাব্য নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া (ঈগল)।
চাঁদপুর-৪ আসনে জনপ্রিয়তা ও ভোটের হিসেবে এগিয়ে আছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান এমপি। তার সম্ভাব্য নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া (ঈগল) ও স্বতন্ত্র প্রার্থী জালাল আহমেদ (ট্রাক)।
চাঁদপুর-৫ আসনে জনপ্রিয়তা ও ভোটের হিসেবে এগিয়ে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। তার সম্ভাব্য নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী গাজী মাঈনুদ্দিন (ঈগল) ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সফিকুল আলম (ট্রাক)।