তালহা জুবায়ের :
জাটকা সংরক্ষণ অভিযানে চাঁদপুরে মার্চ মাসে ১৮৫ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ৫৮.২৮ লক্ষ মিটার কারেন্ট জাল ও ১৫.১৪ টন জাটকা মাছ জব্দ করা হয়েছে। চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইলিশ সংরক্ষণের আওতায় জাটকা সংরক্ষণে গত ১ মার্চ থেকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর ৬০ কিলোমিটার এলাকায় সব ধরণের মাছ ধরা নিষেধাজ্ঞা ঘোষণা করে সরকার। নিষেধাজ্ঞার সময়টাতে নদীতে মাছ ধরা, সংরক্ষণ ও পরিবহন করার নিষিদ্ধ।
জেলা মৎস্য কর্মকর্তার দেওয়া তথ্য মতে, ১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত নদী ও নদীতীরে মোট ৩১৫টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৮৫জন জেলেকে আটক করা হয়। মোবাইল কোর্ট করা হয়েছে ৬৫টি। তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাছাড়া জাটকা ধরার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত কয়েকশ’ জেলেকে ৫ লক্ষ ৪৮ হাজার টাকা অর্থদন্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া বিপুল পরিমানে মাছ ধরার নৌকা জব্দ করা হয়ছে।
চাঁদপুরে মাছ ধরার কাজে নিয়োজিত নিবন্ধিত জেলে রয়েছে ৫১ হাজার ১শ’ ৯০জন। এদের মধ্যে এ বছর ৪০ হাজার ৫জনকে টানা ৪ মাস ৪০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। তারপরও জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখা যাচ্ছে না। একদিকে প্রশাসনের অভিযান অন্যদিকে জেলেদের মাছ শিকার প্রায় সমানতালে চলছে।