শাওন পাটওয়ারী
চাঁদপুরে এক বছর আগে ডলারের কথা বলে ডলারের পরিবর্তে প্যাকেটে সাবান ঢুকিয়ে ১ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে উধাও হওয়া প্রতারক সোহেল তালুকদার (৩৫) পুনরায় প্রতারণা করতে এসে আটক হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী মসজিদের ইমাম মাওলানা হাবীবুল্লাহ মাসুম বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেছেন। মামলা নং ১০। আটককৃত প্রতারক সোহেল তালুকদারকে পুলিশ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মসজিদের ইমাম মাওলানা হাবীবুল্লাহ মাসুমের কাছে এসে গোপালগঞ্জের মুকসুদপুরের গুনসি গ্রামের প্রতারক সোহেল তালুকদার (৩৫) জানায়, তার কাছে বিদেশী ডলার আছে। সে কম দামে ডলারগুলো বিক্রি করবে। প্রতারক প্রথমে কিছু ডলার দেখিয়ে মাওলানা হাবীবুল্লাহ মাসুমকে আকৃষ্ট করেন। পরে প্রতারক বাকী ডলার প্যাকেটে আছে বলে ইমামের কাছ থেকে ১ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে উধাও হয়ে যায়।
সহজ সরল মসজিদের ইমাম হাবীবুল্লাহ মাসুম প্যাকেট খুলে দেখেন তাতে কোন ডলার নেই। আছে গায়ে দেওয়ার সাবান। পরবর্তীতে সেই প্রতারককে অনেক খোঁজাখুজির পর তার কোন হদিস মিলেনি।
প্রায় এক বছর পর গত বুধবার (৪ জানুয়ারি) সোহেল তালুকদার ঠিক একই কায়দায় শহরের নাজিরপাড়ার মোক্তার হোসেন মিয়াজীর কাছে আসে ডলার বিক্রি করতে। মোক্তার হোসেন মিয়াজী আর হাবিবুল্লাহ মাসুম পূর্ব পরিচিত। গত ১ বছর আগের প্রতারণার বিষয়টি তিনি জানতেন। মোক্তার হোসেন মিয়াজী বিষয়টি বুঝতে পেরে কৌশলে ডলার কিনবে বলে তাকে আটকে ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে নাজিরপাড়া থেকে বুধবার দুপুরে নতুনবাজার ফাঁড়ির এএসআই নুরুল আমিন তাকে আটক করে থানায় নিয়ে আসেন।