নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের হাজীগঞ্জে একটি ড্রেজার জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোমেনা আকতার উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে জমিনের মালিক মো. সেলিম মিয়ার জমি থেকে মাটি উত্তোলণের দায়ে ড্রেজারটি জব্দ করে।
পরে ড্রেজারের মালিক মো. শরীফুল ইসলামকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০২১ এর ৫ (১)/১৫/(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ড্রেজারের পাইপগুলো কেটে ধ্বংস করা হয়।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোমেনা আকতার সাংবাদিকদের বলেন, কোন জমিনেরই ড্রেজার বা অন্য কোনভাবে শ্রেণি পরিবর্তন করা যাবেনা। যেখানেই ড্রেজার দিয়ে জমি খননের কাজ চলবে, সেখানেই আমাদের অভিযান অব্যাহত থাকবে।