নিজস্ব প্রতিবেদক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার সন্ধ্যায় সারাদেশে তৃণমূল বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। দলের মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার সাংবাদিক সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
চাঁদপুর জেলার ২টি আসনে তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীক বরাদ্দ পেয়েছেন ৫জন। চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে মনোনয়ন পেয়েছেন কবির হোসেন ও শাহজাহান। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন যথাক্রমে মো. মমতাজ উদ্দিন মন্টু, হাজী মো. সেলিম ও অ্যাডভোকেট আবদুল কাদের তালুকদার। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে মনোনয়ন পেয়েছেন টিপু মজুমদার।