ফয়েজ আহমেদ :
চাঁদপুরের শাহরাস্তিতে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) একাদশ বাংলা পরীক্ষার ১ ঘন্টা ১৫ মিনিট অতিবাহিত হওয়ার পর পরীক্ষার্থীর জানতে পারলো পরীক্ষা বাতিল করা হয়েছে। রোববার বিকেল সোয়া ৩টায় এ পরীক্ষা বাতিল করা হয়েছে।
উপজেলার চিতোষী ডিগ্রি কলেজের কেন্দ্র চিতোষী আর এন্ড এম উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পরীক্ষা শেষ হবার আগেই পরীক্ষার হলে কর্তব্যরত পরিদর্শকরা শিক্ষার্থীদের প্রশ্ন ও খাতা তুলে নিয়েছেন।
এ সময় কর্তব্যরত হল পরিদর্শক মোঃ ইমরান হোসেন জানান, বোর্ডের নির্দেশে পরীক্ষা বাতিল করা হয়েছে।
পরীক্ষার্থী মোঃ ফখরুল ইসলাম জানান, হলে ঢুকে দেখি প্রশ্নের সাথে আমাদের সিলেবাসের কোন মিল নেই।
আরেক পরীক্ষার্থী মোঃ রাকিব জানান, প্রশ্ন দেখে অন্য বই থেকে প্রশ্ন করা হয়েছে মনে হলো। ভাগ্য ভালো যে সোয়া ১ ঘন্টার মধ্যে পরীক্ষা বাতিল করা হয়েছে।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আক্তার হোসেন জানান, বোর্ডের নির্দেশ পেয়ে কেন্দ্র সচিব পরিক্ষা বাতিলের নির্দেশ দিয়েছেন।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন কুমার সরকার এই বিষয়ে বলেন, প্রশ্নের মুদ্রণজনিত ত্রুটির কারণে কারিগরি শিক্ষা বোর্ডের বিকেল শিফটের পরীক্ষা স্থগিত করা হয়েছে।