সুজন পোদ্দার :
চাঁদপুরের কচুয়ায় ১৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার এসআই মামুনুর অর রশিদ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাচ্চু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে এসব জুয়াড়িকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৪ হাজার ৫শ’ ৭০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- কচুয়া উপজেলার বলরা গ্রামের শাহ আলম (৩২), জলিল (৪০), শরিফ (৩৮), আবুল (৩৪), মাইনউদ্দীন (৩৫), ইসলামপুর গ্রামের বাচ্চু মিয়া (৬৩), ইউসুফ (৪২), চাপাতলী গ্রামের আমির হোসেন (৫৫), আশ্রাফপুর গ্রামের খোরশেদ (৫১), পালগিরী গ্রামের পলাশ (৪২), নাউলা গ্রামের মিজান (৪৪), শাহরাস্তি উপজেলার নাইনাগর গ্রামের সুমন হোসেন (২৬), ফরিদ (২৮), ফয়সাল (৩৪), শাহাবুদ্দিন (৪০) ও ইদ্রিস (২৮)।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইব্রাহিম খলিল জানান, আটককৃতদের বিরুদ্ধে কচুয়া থানায় জুয়া আইনে মামলা রুজু করে কোর্টে সোপর্দ করার মধ্য দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।