চাঁদপুরে প্রধানমন্ত্রী ও নরেন্দ্র মোদীকে কটুক্তি করায় যুবক আটক

নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটুক্তি করে স্যোসাল মিডিয়ায় ছবি পোস্ট করায় চাঁদপুর ডিবি পুলিশ মো. আলাউদ্দিন বেপারী (২১) নামের এক যুবককে আটক করেছে। বুধবার ভোরে মতলব দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে তাকে আকট করা হয়। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর ডিবির ওসি টান্টু সাহা। আটককৃত আলাউদ্দিন বেপারী মতলব দক্ষিণ উপজেলার গোসাইপুর গ্রামের মো. আব্দুস ছাত্তার বেপারীর ছেলে।

ডিবি পুলিশের ওসি টান্টু সাহা বলেন, অভিযুক্ত যুবক আলাউদ্দিনকে বুধবার ভোরে মতলব থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়। পরে তাকে আদালতে তোলা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

তিনি জানান, গত ২৯ মার্চ আটককৃত যুবক তার নিজস্ব ফেইসবুক আইডি থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে কটুক্তি করে। এ ব্যাপারে বুধবার পুলিশবাদী হয়ে মতলব দক্ষিণ থানায় আইসিটি অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)