নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরে মঙ্গলবার বজ্রপাতে একজনের মৃত্যুর পর বুধবার আরো একজনের মৃত্যু হয়েছে। এবার হাইমচরের নীলকমল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা সাইফুল সরকার (২৫) নামের এক যুবক বজ্রপাতে মৃত্যুবরণ করেছে।
বুধবার বেলা ১২টায় সাইফুল ইসলাম সরকার নিজ বাড়ির সম্মুখে গরুর গাস খাওয়ানোর সময় হঠাৎ ঝড়-বৃষ্টির সাথে বিকট আওয়াজ বজ্রপাত শুরু হলে সাইফুল সরকার বজ্রপাতে আহত হলে তার পরিবার হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা জন্য নেয়।
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক সাইফুল সরকারকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলা রামপুরে আম কুড়াতে যেয়ে একজনের মৃত্যু হয়েছে।