শরীফুল ইসলাম :
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি মোকাবেলায় চাঁদপুরের বাজারগুলো সংলগ্ন খোলা মাঠে স্থানান্তর করা হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় চাঁদপুর শহরের বিপণীবাগ বাজারসহ পৌর এলাকার বিভিন্ন বাজার আশপাশের মাঠে নিয়ে আসা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা প্রশাসক পৌর এলাকার প্রধান ৪টি বাজারকে (সবজি, মাছ ও মাংস) খোলা মাঠে স্থানান্তরিত করছে। বুধবার (১৪ এপ্রিল) থেকে পৌর এলাকার পালবাজার স্থানান্তরিত হয়েছে পৌর ঈদগাঁ মাঠে, বিপণীবাগ বাজার বসবে চাঁদপুর সরকারি কলেজ মাঠে, বাবুরহাট বাজার স্থানান্তরিত হয়েছে বাবুরহাট কলেজ মাঠে ও নতুনবাজার তার নিজ স্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতা সাধারণ কেনাকাটা করবে। এছাড়া বাজার রাস্তার পাশে দূরত্ব বজায় রাখতে বলা হয়।
বিপণীবাগ বাজারের কাঁচামাল ব্যবসায়ী আল-আমিন বলেন, বাজার থেকে কলেজ মাঠে এসেছি। মালামাল আনতে একটু কষ্ট হয়েছে। এখন বেচাকেনা না হলেও দু’-একদিন পর বেচা-বিক্রি শুরু হয়ে যাবে।
জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক বলেন, বর্তমান সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখা সবচাইতে জরুরী বিষয়। বাজারগুলোতে লোকজনের মধ্যে সামাজিক দূরত্বের বজায়ের রেশ মাত্রও দেখা যায় না। তাই জেলা প্রশাসন থেকে আমাদের এই কার্যক্রম। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পৌর এলাকার বাজারগুলো চলমান থাকবে। কেউ বিধিনিষেধ অমান্য করার সুযোগ নেই।