চাঁদপুরে বৃহস্পতিবার ২৬০জনের করোনা পজেটিভ : সদর উপজেলায় ১২০জন

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে একদিনে আরো ২৬০জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ৬৮৪টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৩৮.০১%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বৃহস্পতিবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে।

সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১২০জন, হাজীগঞ্জের ২৬জন, ফরিদগঞ্জের ২২জন, মতলব উত্তরের ১১জন, মতলব দক্ষিণের ২২জন, হাইমচরের ৪৪ ও শাহরাস্তির ১৫জন রয়েছেন।

একই দিনে ১০৮জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫২জন, ফরিদগঞ্জের ১১জন, হাজীগঞ্জের ১৯জন, মতলব দক্ষিণের ৭জন, মতলব উত্তরের ৬জন, কচুয়ার ১০জন, শাহরাস্তির ১জন ও হাইমচরের ২জন।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১৭০৮জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৭জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৭৪৪১জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪০৮০জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১২০জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)