নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরো ৩৮জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ২২০টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ১৭.২৭%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বৃহস্পতিবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে।
সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১৫জন, হাইমচরের ৬জন, ফরিদগঞ্জের ২জন, হাজীগঞ্জের ২জন, মতলব দক্ষিণের ১জন, কচুয়ার ৬জন ও শাহরাস্তির ৬জন রয়েছেন।
একই দিনে ৫২জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩জন, ফরিদগঞ্জের ৪জন, হাজীগঞ্জের ১১জন, কচুয়ার ১০জন, হাইমচরের ১২জন ও শাহরাস্তির ১২জন।
নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৫১৮জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২৩০জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৩৮২৯জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৫৯জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ২৭জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।