গাজী মোঃ মহসিন :
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বোগদাদ বাসের বেপরোয়া চলাচলে প্রাণ গেল চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা নাজমা আক্তারের (৫৫)।
সোমবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার বটতলী এলাকায় পূর্বমূখী যাত্রীবাহী সিএনজি (চাঁদপুর-থ ১১-২১৭০) কে কুমিল্লা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী বোগদাদ বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৯৭৬০) ধাক্কা দিলে সিএনজিটি ধুমড়েমুচড়ে যায়।
এ সময় সিএনজিতে থাকা একমাত্র যাত্রী শিক্ষিকা নাজমা আক্তারের অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যার চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
নিহত নাজমা আক্তার চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ ইউনিয়নের বাজনাখাল এলাকার মৃত ফারুক আহমেদের স্ত্রী। দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী নাজমা আক্তার জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা। তিনি চাঁদপুর পৌর শহরের ১৫নং ওয়ার্ড বিষ্ণুদী এলাকায় থাকতেন।
খবর শুনে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ হাসপাতালে যান। সেই সাথে থানায় এজাহার করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং ঘাতক বোগদাদ বাস আটকের নির্দেশ দেন।