নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে মঙ্গলবার একদিনে ১২৫জনের করোনা শনাক্ত হয়েছে। ভাষাবিদ এম ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাবে ১৯০টি নমুনার মধ্যে ৯৩টি করোনা পজেটিভ এবং রেপিড অ্যান্টিজেন টেস্টে ৫২টি নমুনার মধ্যে ৩২টি করোনা পজেটিভ হয়েছে। মোট নমুনার সংখ্যা ছিল ২৪২টি। শনাক্তের হার ৫১.৬৫%।
চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫৬জন, মতলব দক্ষিণের ৭জন, মতলব উত্তরের ১জন, হাজীগঞ্জের ১১জন, ফরিদগঞ্জের ১৩জন, হাইমচরের ৬জন, শাহরাস্তির ২৮জন ও কচুয়ার ৩জন রয়েছেন। একই দিনে ৩৪জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ১৩জন, ফরিদগঞ্জের ৭জন, হাজীগঞ্জের ৭জন, হাইমচরের ৩জন, মতলব দক্ষিণের ১জন ও শাহরাস্তির ৩জন।
সূত্র আরো জানায়, নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৫৫৫জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১৩৫জন। এখন পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৫২২৮জনকে। বর্তমানে চিকিৎসাধীন ১১৯২জন। আক্রান্তদের মধ্যে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ৪৪জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।