নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর শহরের পুরানবাজার এলাকা থেকে ৩ যুবককে মাতাল অবস্থায় আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১টার দিকে পুরানবাজার লোহারপুল এলাকা থেকে তাদেরকে আটক করেন চাঁদপুর মডেল থানার এএসআই আবু হানিফসহ সঙ্গীয় ফোর্স।
আটক যুবকরা হলো : পুরানবাজার এলাকার জাফর (৩০) ও করিম গাজী (২৮) এবং শহরের ওয়ারলেছ এলাকার সুমন মিজি (৩০)। শনিবার দুপুরে আটক ৩ যুবককে চাঁদপুর আদালতে সোপর্দ করে পুলিশ।
এএসআই আবু হানিফ বলেন, মদপানের বিষয়টি আটক ৩ যুবক স্বীকার করেছেন। তারা পুরানবাজার মদের দোকান থেকে ১০ আউন্স বাংলা মদ পান করে।