ফয়েজ আহমেদ :
শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও ৩জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জুন) বেলা ১১টার দিকে শাহরাস্তি-চাটখিল সড়কের নুনিয়া ফাজিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নরিংপুর হতে যাত্রীবাহি একটি অটোরিকশা (সিএনজি) উপজেলা সদরে আসার পথে ঘটনাস্থলে হঠাৎ সড়কের পাশ থেকে মাটিবাহী মিনি ট্রাক সিএনজিকে সজোরে ধাক্কা মারলে তা উল্টে যায়। এতে সিএনজিতে থাকা ৪ মহিলা গুরুতর আহত হয়।
আহতদের দ্রুত শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সূচীপাড়া গ্রামের আঃ রশিদের স্ত্রী ফাতেমা বেগমকে (৬০) মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ৩জনকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- নুরজাহান (৪৯), ফরিদা আক্তার (৬০), রাশেদা বেগম (৫০)। তারা সবাই শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর গ্রামের পূর্ব তফদার বাড়ির বাসিন্দা।