শরীফুল ইসলাম :
করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আদেশ প্রতিপালনের মাধ্যমে করোনা সংক্রমণ রোধকল্পে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ভিবিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে মাস্কবিহীন পথচারীদের অর্থদন্ড করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা শাহনাজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন, আবিদা সিফাত। মোবাইল কোর্টে অংশগ্রহণ করেন পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসিম চন্দ বনিক বলেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে চাঁদপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয় বুধবার। একই সাথে চাঁদপুর জেলায় সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় শহরের বিভিন্ন স্থানে অভিযান করে ১৮জনকে ২৬৫০ টাকা জরিমানা করে মোবাইল কোর্ট। এখন প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানান তিনি।