মোরশেদ আলম/খান মো. কামাল :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একদিনের ব্যবধানে আবারো সড়ক দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনা ঘটেছে। শনিবার রাত ৭টার দিকে মোটরসাইকেল ও ট্রলি গাড়ির মুখোমুখী সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী ও ট্রলির ১ হেলপার নিহত হয়েছেন। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় একই উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২জন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দু’দিনে মতলব উত্তরে প্রাণ হারালেন ৫জন।
শনিবার রাত ৭টার দিকে উপজেলার বেলতলী থেকে শান্ত মিয়াজী (২৫), মোঃ রাশেদ (২৪) ও তানভীর (২০) মোটরসাইকেলযোগে উপজেলার খাগুরিয়ার দিকে যাচ্ছিলেন। হাপানিয়া ভুঁইয়া বাড়ি এলাকায় বেড়ি বাঁধ সড়কে মালবাহী ট্রলি গাড়ির সাথে মুখোমুখী সংঘর্ষ হয় তাদের বহনকারী মোটরসাইকেলের।
এ সময় ৩ মোটরসাইকেল আরোহী ও ট্রলির হেলপার সেলিম মিয়া (৩০) গুরুতর আহত হন। মোটরসাইকেল আরোহী মোঃ রাশেদ ঘটনাস্থলেই মারা যান। আহত শান্ত মিয়াজী ও সেলিম মিয়াকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিবুল ইসলাম তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত তানভীরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।