ফয়েজ আহমেদ :
এইচএসসি ও আলমি পরীক্ষার প্রথম দিনে শাহরাস্তি ভোলদীঘি কামলি মাদ্রাসা কেন্দ্রে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।ভোলদীঘি কামলি মাদরাসার শিক্ষার্থী সাধারণ গ্রুপের মোঃ জাবরে হোসেন সাব্বির কুরআন মাজিদ পরীক্ষায় মোবাইল ফোন নিয়ে প্রবেশ করে সহপাঠীদের উত্তরপত্রের ছবি তুলে নিজের খাতায় লিখা অবস্থায় পরীক্ষায় দায়িত্বিপ্রাপ্ত কর্মকর্তা এক্সকিউিটভি ম্যাজস্ট্রিটে রজেওয়ানা চৌধুরী তাকে নকল করার অপরাধে বহিষ্কিার করেন। এসময় উপস্থতি ছিলেন ভজিল্যিান্স টমিরে সদস্য সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) রিজওয়ান সাঈদ জিকু।
এর র্পূবে সকালে সারাদেশের ন্যায় শাহরাস্তিতেওে এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু হয়। এবারের এইচএসসি পরীক্ষায় শাহরাস্তি উপজেলা থেকে ১৩২৪জন ও আলিম পরীক্ষায় ২৪১জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এদের মধ্যে এইচএসসতিে ১১জন ও আলিম পরীক্ষায় ১২জন শিক্ষার্থী প্রথম দিনেই অনুপস্থিত থাকে।