শাওন পাটওয়ারী :
চাঁদপুরে সারাদেশের ন্যায় করোনা সংক্রমন ঝুঁকি কমাতে চলছে লকডাউন। চলমান লকডাউনে সিএনজি অটোরিক্সাসহ সকল ধরনের যানবাহন চলাচলে রয়েছে নিষেধাজ্ঞা। তবে রিক্সা চলাচলে রয়েছে শীথিলতা। আর সেই সুযোগটা কাজে লাগাচ্ছে রিক্সা চালকরা। যাত্রী ও পথচারীদের দুর্ভোগের সুযোগ নিয়ে রিক্সা ভাড়া হাকছেন দ্বিগুন। যাত্রী সাধারন অনেকটা বাধ্য হয়ে দ্বিগুন ভাড়া গুনে গন্তব্যে ছুটছে।
শনিবার শহরের কালীবাড়ি, বাসস্ট্যান্ড, ওয়্যারলেস, পালবাজার, বিপনীবাগ, সদর হাসপাতাল এলাকা ঘুরে দেখা গেছে। কালীবাড়ি থেকে বাসস্ট্যান্ডে যেতে ভাড়া দিতে হচ্ছে ৫০ টাকা। বিপনীবাগ থেকে সদর হাসপাতালে আসতে ভাড়া দিতে হচ্ছে ৫০ টাকা,ওয়্যারলেস থেকে কালীবাড়ি আসতে ভাড়া দিতে হচ্ছে ৮০-১০০টাকা।
এছাড়া শহর ফাঁকা থাকায় মোটর লাগানো রিক্সাগুলো ছুটছে রকেট গতিতে। ফলে ঘটছে ছোট বড় নানা দূর্ঘটনা।
যাত্রী শিমূল সাহা জানান, মাকে হাসপাতালে খাবার দিতে বাসস্ট্যান্ড থেকে সদর হাসপাতালে আসার উদ্দেশ্যে রিক্সা উঠেছিলাম। আমার কাছে ৭০ টাকা ভাড়া রেখেছে। অনেকটা বাধ্য হয়ে ভাড়া দিতে হয়েছে।
হাজী বিল্লাল জানান, পালবাজার থেকে বাজার করে আদালত পাড়া যেতে ভাড়া দিতে হয়েছে ৩০ টাকা।
দিলরুবা বেগম জানান, বয়স্ক মানুষ আমি, পায়ে সমস্যা হাটতে পারি না। জোড়পুকুর পাড় থেকে বিপনীবাগ যেতে ৩০ টাকা ভাড়া দিতে হয়েছে।