নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর থেকে বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ ও বাসে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মাস্ক না পরাসহ স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্নজনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত বলেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বণিকের নির্দেশনায় মঙ্গলবার চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড, লঞ্চঘাটসহ বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ৫টি মামলায় ৩ হাজার ২শ’ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।