নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে শনিবার ১৩৪জনের করোনা শনাক্ত হয়েছে। ভাষাবিদ এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাবে ১৯১টি নমুনার মধ্যে ৬৬টি করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এছাড়া রেপিড অ্যান্টিজেন্ট টেস্টে ১৩৮টি নমুনার মধ্যে ৬৪টি করোনা পজেটিভ। মোট নমুনার পরিমান ৩৩৬টি। শনাক্তের হার ৩৪.৫৭%।
চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩৫জন, মতলব দক্ষিণের ১৯জন, হাজীগঞ্জের ১২জন, ফরিদগঞ্জের ২২জন, হাইমচরের ২জন, শাহরাস্তির ৩২জন, মতলব উত্তরের ৩জন ও কচুয়ার ৯জন রয়েছেন। একই দিনে ৫৩জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৪১জন, মতলব উত্তরের ৪জন, ফরিদগঞ্জের ৭জন ও হাজীগঞ্জের ১জন।
সূত্র আরো জানায়, নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭০১২জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৩জন। এখন পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৫৪৩৩জনকে। বর্তমানে চিকিৎসাধীন ১৪৩৬জন। আক্রান্তদের মধ্যে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ৪১জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।