নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে শুক্রবার (১৮ জুন) আরো ২১জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১১জন, ফরিদগঞ্জের ১জন, মতলব উত্তরের ২জন, মতলব দক্ষিণের ৫জন, শাহরাস্তির ১জন ও শরীয়তপুর সদর উপজেলার ১জন রয়েছেন। একই দিনে ১৩জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩জন, ফরিদগঞ্জের ৩জন, মতলব দক্ষিণের ১জন, হাজীগঞ্জের ৩জন ও শাহরাস্তির ৩জন।
সূত্র আরো জানায়, নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫০৫৫জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১২৪জন। সুস্থ হয়েছেন ৪৬৪৪জন। বর্তমানে চিকিৎসাধীন ২৮৭জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ১৫জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, শুক্রবার জেলার ৬৫জনের নমুনা পরীক্ষা করা হয়। রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ২১জন করোনা পজেটিভ।