চাঁদপুরে শুক্রবার ৪৯জনের করোনা পজেটিভ : শনাক্তের হারে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে শুক্রবার একদিনে ৪৯জনের করোনা শনাক্ত হয়েছে। ভাষাবিদ এম ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাবে ৯৪টি নমুনার মধ্যে ৪৫টি করোনা পজেটিভ এবং মতলব আইসিডিডিআরবিতে রেপিড অ্যান্টিজেন টেস্টে ৮টি নমুনার মধ্যে ৪টি করোনা পজেটিভ হয়েছে। মোট নমুনার সংখ্যা ছিল ১০২টি। শনাক্তের হার ৪৮.০৪%। চাঁদপুরে করোনা শনাক্তের হারে এটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, শুক্রবার নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩১জন, মতলব দক্ষিণের ৬জন, মতলব উত্তরের ১জন, হাজীগঞ্জের ১জন, ফরিদগঞ্জের ২জন, হাইমচরের ১জন ও কচুয়ার ৩জন রয়েছেন।

একই দিনে ২৩জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ১৩জন, ফরিদগঞ্জের ১জন, হাজীগঞ্জের ৮জন ও শাহরাস্তির ১জন।

সূত্র আরো জানায়, নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬০৫০জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩০জন। এখন পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৫০৭০জনকে। বর্তমানে চিকিৎসাধীন ৮৫০জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ৩৯জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

শেয়ার করুন

মন্তব্য করুন