নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে নয় মাসের অন্তঃসত্ত্বা আয়শা বেগম (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলার ঘনিয়া গ্রামে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।
আয়শা ফরিদগঞ্জ উপজেলার ঘনিয়া গ্রামের কাঞ্চনের স্ত্রী। কাঞ্চন ওয়ার্কশপের শ্রমিক হিসেবে কর্মরত। তাদের ৫ বছরের একটি ছেলে রয়েছে। রাতেই আয়শা বেগমের মরদেহ ঘনিয়া গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
স্বামী কাঞ্চন জানান, আয়শা এবং আরো দু’জনকে নিয়ে তারা ঘরে ঘুমিয়েছিলেন। আছর নামাজের জন্য আয়শার ঘুম ভাঙলে বিছানা থেকে নামার সময় খাটের নিচে থাকা বিষধর সাপ পায়ে ছোবল দেয়।
পরে তাকে উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে আনা হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মিজানুর রহমান বলেন, সাপটির বিষক্রিয়া বেশি ছিল। এতে অন্তঃসত্ত্বা নারীসহ পেটের বাচ্চাটিও মারা গেছে।