নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলার জন্য আরো ৩৭ হাজার ৬শ’ ডোজ করোনার টিকা এসেছে। এগুলো চীনের সিনোফার্মার তৈরী টিকা। রোববার সকালে এসব টিকা গ্রহণ করেন সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ। গ্রহণের সাথে সাথে এসব টিকা চাঁদপুর জেলা ইপিআই ভবনের কোল্ড স্টোরে সংরক্ষণ করা হয়েছে।
সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, চাঁদপুর জেলায় এ নিয়ে ৫ দফায় মোট ২ লাখ ২ হাজার ২শ’ ডোজ করোনার টিকা এলো। প্রথম দফায় ৭২ হাজার, দ্বিতীয় দফায় ৩৯ হাজার, তৃতীয় দফায় ৪৪ হাজার, চতুর্থ দফায় ৯ হাজার ৬শ’ এবং রোববার পঞ্চম দফায় ৩৭ হাজার ৬শ’ ডোজ টিকা এসেছে। দুই দফায় ১ লাখ ১ হাজার ১শ’ মানুষকে এসব টিকা দেওয়া যাবে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, চাঁদপুরে এ পর্যন্ত ভারতের সেরাম ইনস্টিটিউটের অক্সফোড-অ্যাস্টোজেনিকা টিকা এবং চীনের সিনোফার্মার টিকা এসেছে। প্রথম দফায় টিকার জন্য জেলার প্রায় ৭০ হাজার মানুষ রেজিস্ট্রেশন করেছেন। দ্বিতীয় ধাপে রেজিস্ট্রেশনের তথ্য এখনো তারা পাননি। এ পর্যন্ত জেলায় ৬২ হাজার মানুষ করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। দ্বিতীয় ডোজ নিয়েছেন প্রায় ৪৫ হাজার মানুষ।