চাঁদপুরে সোমবার ৭৭জনের করোন শনাক্ত : সদর উপজেলায় ৪৩জন

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে সোমবার একদিনে ৭৭জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৪৩জন, মতলব দক্ষিণের ৮জন, হাজীগঞ্জের ৫জন, ফরিদগঞ্জের ৫জন, হাইমচরের ২জন, কচুয়ার ৩জন ও শাহরাস্তির ১১জন রয়েছেন। একই দিনে ২১জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৭জন, মতলব দক্ষিণের ৩জন, ফরিদগঞ্জের ১জন, হাইমচরের ১জন, হাজীগঞ্জের ১জন ও শাহরাস্তির ৮জন।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, সোমবার ভাষাবীর এমএ ওয়াদুদ আরটিপিসিআর ল্যাবে ১৯৮জনের নমুনা পরীক্ষা করা হয়। রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৭৭জনের করোনা পজেটিভ। শনাক্তের হার ৩৩.৫০%।

সূত্র আরো জানায়, নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৭৫০জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১২৭জন। এখন পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৪৯২২জনকে। বর্তমানে চিকিৎসাধীন ৬৯০জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ২৫জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)