ফয়েজ আহমেদ :
চাঁদপুরের শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় মোঃ কাজল মিয়া (৪৫) নামের এক মৎস ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৩টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাঁকৈরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় কুমিল্লা হতে চাঁদপুর অভিমুখী একটি পিকআপ ভ্যানের সাথে বিপরীত দিক হতে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোর যাত্রী কাজল মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত কাজল মিয়া হবিগঞ্জের নওগাঁ উপজেলার মশব আলীর পুত্র। তার ৩ ছেলে ও ২ মেয়ে রয়েছে। মেয়েদের নিয়ে কাজল শাহরাস্তি উপজেলার ওয়ারুকে ভাড়া থেকে মাছের ব্যবসা করতেন। ঘটনার সময় তিনি মাছের রেনু পোনা কেনার কুমিল্লার লাকসাম যাচ্ছিলেন।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মান্নান জানান, কোন অভিযোগ না থাকায় নিহতের স্বজনদের মৃতদেহ বুঝিয়ে দেয়া হয়েছে।