চাঁদপুরে ১০০জনের করোনা পজেটিভ : শনাক্তের হার ২১.০৯%

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরো ১০০জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ৪৭৪টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ২১.০৯%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বৃহস্পতিবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে। একই দিনে মৃতের সংখ্যা বেড়েছে ১জন।

সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২৮জন, হাজীগঞ্জের ৭জন, ফরিদগঞ্জের ১৮জন, মতলব দক্ষিণের ১জন, শাহরাস্তির ৮জন, কচুয়ার ৬জন, হাইমচরের ১৫জন ও মতলব উত্তরের ১৭জন রয়েছেন।

একই দিনে ১৩০জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৭৮জন, ফরিদগঞ্জের ১২জন, হাজীগঞ্জের ৮জন, মতলব দক্ষিণের ১৯জন, কচুয়ার ৩জন, হাইমচরের ৩জন, মতলব উত্তরের ৪জন, শাহরাস্তির ৩জন।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৯১২জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২২জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১১৭০৩জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৯৮৭জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৬৯জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)